Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
Distribution of hygiene materials and water purification tablets to Lakshmichari Hospital during floods
Details

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য ইউনিসেফ থেকে পাওয়া  হাইজিন কিট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি সদর হাসপাতালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আতাউর রহমান চৌধুরী'র নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা। এসময় ৩০ বক্স হাইজিন কিট এবং এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, হাসপাতালের বিভিন্ন ডাক্তার, নার্সসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিকবৃন্দ। 


এর আগে বন্যা চলাকালীন সময়ে  অত্র উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন এলাকায় তিন হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণসহ এই পর্যন্ত মোট নয় হাজার পিস ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ১৪ হাজার পিস ট্যাবলেট মজুদ আছে বলেও জানান উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল।